সকল বিপদ হতে হেফাজতের দোয়া
بِسْمِ اللهِ الَّذِيْ لَا يَضُرُّ مَعَ اسْمِه
شَيْءٌ فِى الْاَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ
অর্থ: আল্লাহ তা‘আলার নামের উসীলায় সাহায্য প্রার্থনা করছি। যার নামের সাথে থাকা অবস্থায় আসমান যমীনের কোনো কিছুই ক্ষতিসাধন করতে পারে না। তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন।
(সুনানে আবু দাউদ, হাদীস: ৫০৮৮)
ফায়দা: যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় এই দু‘আ ৩ বার পড়বে কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না।

0 মন্তব্যসমূহ