Header Ads Widget

Responsive Advertisement

জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসার সংক্ষিপ্ত পরিচিতি


জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসার সংক্ষিপ্ত পরিচিতি 

পৃথিবীর উষালগ্ন থেকেই সত্য-মিথ্যা, হক ও বাতিলের সংঘাত চলে আসছে। এতদসত্ত্বেও মহামহিম আল্লাহ তা'আলার মনোনীত একমাত্র ধর্ম ইসলামের বিজয়ের ঝান্ডা নিয়ে জাগতিক চাহিদা, লোভ-লালসা এবং ক্ষণস্থায়ী জগতের সাজসজ্জা সৌন্দর্যের অবাস্তর মোহকে উপেক্ষা করে নির্ভেজাল চিরন্তন ও মহা সত্য ইলমকে সাথী বানিয়ে আল্লাহর মনোনীত একদল মহামনীষী জানমাল সর্বস্ব বিলীন করে ইসলাম ও ইসলামী ঐতিহ্যের ধারাবহিকতা সংরক্ষণের জন্য পৃথিবীর বুকে গড়ে তুলেছেন কিছু খাটি দ্বীনি প্রতিষ্ঠান। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্ববাধানে মক্কা শরীফে দারে আকরাম ও মদিনা শরীফের মসজিদে নববীর সুফফা থেকে ও প্রতিষ্ঠানগুলোর সুচনা। এরই নমুনাই যুগে যুগে বিশ্বের বিভিন্ন নিক দিগন্তে বিশেষ করে আমাদের উপমহাদেশেও প্রতিষ্ঠিত হয় হাজার হাজার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তথা মসজিদ, মাদ্রাসা ও দ্বীনি মারকায। যা এদেশের সর্বস্তরের মানুষকে শিখিয়েছেন কুরআন হাদিসের জ্ঞান এবং মানবতা ও সভ্যতা। খ্রীষ্টীয় অষ্টাদশ শতকে সাম্রাজ্যবাদী ইংরেজ বেনিয়াগোষ্ঠী উপমহাদেশের নববী শিক্ষার সেই দ্বীপ্ত আলোকরশ্নীকে চিরতরে নিভিয়ে দিতে উদ্যত হয়। এহেন ক্লান্তিলগ্নে ইলমে নববীর ধারা ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কে পুনরায় উজ্জীবিত করার উদ্দেশ্যে কাসেম নানুতুবী রহ. ১৮৬৬ খৃষ্টাব্দের ৩০ মে দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। বর্তমান বিশ্বের সকল কওমী মাদ্রাসা সেই দারুল উলুম দেওবন্দের চিন্তাধারা, সিলেবাস ও কারিকুলাম অনুসারেই প্রতিষ্ঠিত ও পরিচালিত। জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসা সে চিন্তা চেতনা লালন করে ৩ এপ্রিল ২০২২ ইং, ১ রমজান ১৪৪৩ হিজরী, ১৪২৮ বাংলায় প্রতিষ্ঠিত হয়।



জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসার লক্ষ্য ও উদ্দেশ্য


১। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আক্বীদা বিশ্বাসের বাস্তবায়ন।


২। সাহাবয়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদীন, আকাবীরে দ্বীন ও সালাফে সালেহীনদের গবেষনালব্ধ জ্ঞানের আলোকে কুরআন সুন্নাহর চর্চার মাধ্যমে ইলমে দ্বীনের হেফাজত করা। ৩। যুগোপযোগী সিলেবাসের মাধ্যমে কুরআন সুন্নাহ- প্রকৃত শিক্ষাদান।


৪। সকল ভ্রান্তমতবাদ, সমাজে প্রচলিত সর্বপ্রকার শিরক বিদআত ও কুসংস্করের মূলোৎপাটন কন এবং সমাজের সর্বস্তরে ইসলামের বিশুদ্ধ আকিদা বিশ্বাস, ধর্মীয় তাহজিব তামাদ্দুন বা ব কালচার ও সুন্নতে নববীর প্রচার-প্রসার ও বাস্তবায়ন করা।

৫। সর্বোপরি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদায় বিশ্বাসী হওয়ার পাশাপাশি জাতির খাদেম, পথ প্রদর্শক দেশপ্রেমিক ও কল্যানকামি হিসাবে গড়ে তোলা। যারা হবে সৎ ও আদর্শবান, এবং আল্লাহওয়ালা,খোদাভিরু মুত্তাকী ও দ্বীন ধর্মের  অতন্দ্র প্রহরী, যারা হবে আকাবীর ও আসলাফের যোগ্য উত্তরস্বরী এবং সুন্নাতে নববীর একান্ত অনুসারী। ও ইলম ও আমলে সমান পারদর্শী।

জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসার শিক্ষা বিভাগ সমুহঃ


• নূরানী বিভাগ।

• নাজেরা বিভাগ।

• হিফজুল কুরআন বিভাগ।

• বয়স্ক সহীহ কুরআন বিভাগ।


বৈশিষ্ট্যাবলী


* দারুল উলূম দেওবন্দের আলোকে বেফাক পাঠ্যসূচী অনুসরণে


যুগোপযোগী শিক্ষা কারিকুলামে পরিচালিত। * আবাসিক শিক্ষকদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পড়ালেখার সু-ব্যবস্থা।


* হুফ্ফাযুল কুরআনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা হিফজ বিভাগ পরিচালিত । বিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা সকল বিভাগ পরিচালিত।


মনোরম পরিবেশে সম্পূর্ণ নিরাপদ ব্যবস্থাপনায় মাতৃস্নেহে পাঠদানের সু-ব্যবস্থা।


ইসলাহী মাহফিল ও জিকিরের মজলিস :


ছাত্র-উস্তাদ ও সর্বসাধারনের ইসলাহ ও আত্মশুদ্ধির লক্ষ্যে প্রতি  মাসের   সপ্তাহের বুধবার মাগরিবের নামাযের পর ইসলাহী মাহফিল ও জিকিরের মজলিসের ব্যবস্থা করা হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ