Header Ads Widget

Responsive Advertisement

বার্ষিক মাহফিল ২০২৩ ইং ১৭ নভেম্বর রোজ শুক্রবার

 ইনশাআল্লাহ!

আগামী ১৭ নভেম্বর ২০২৩ ইং

রোজ শুক্রবার বাদ আছর থেকে 

জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসার 

২য় বার্ষিক মাহফিল। 


প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন

পীর সাহেব উজানী রহ. সুযোগ্য নাতি

মুফতী মুহাম্মদ হারুন হাফি.

মহাপরিচালক: মারকাযুশ শরীআহ আলইসলামিয়া ঢাকা ও সিনিয়র মুহাদ্দিস হাজীপাড়া মাদরাসা, নারায়ণগঞ্জ।


সভাপতিত্ব করবেন

মুফতী আশরাফ আলী কাসেমী হাফি.

সিনিয়র মুহাদ্দিস ও নায়েবে জামিয়া মাদানিয়া কোলাপাড়া মাদরাসা, শ্রীনগর, মুন্সীগঞ্জ।


আরো দেশবরেণ্য ওলামায়ে কেরাম তাশরীফ আনবেন। ইনশাআল্লাহ! 


সকলের প্রতি দ্বীনে দাওয়াত রইল। 

আপনারা সকলেই আমন্ত্রিত। 

সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি।





আরজগুজার

মুফতী খালেদ সাইফুল্লাহ আল-হুসাইনী  

প্রিন্সিপাল: Jamiul Uloom Al-islamia Madrasa জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসা 

ইমাম ও খতীব: শ্রীনগর দক্ষিণপাড়া মাঝিবাড়ী জামে মসজিদ। 

মোবাইল: 017275-559793, 01617-559793

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ