অভিশপ্তের দুটি কারণ থেকে বেঁচে থাকো
عن أبي هريرة رضي الله تعالي عنه ان رسول الله صلي الله عليه وسلم قال اتقوا اللاعنين، قالوا : وما اللاعنان يارسول الله ؟ قال : الذي يتخلي في طرق الناس اوفي ظلهم অনুবাদ : হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-দুটি অভিশপ্তের কারণ হওয়ার দুটি বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞেস করলেন- হে আল্লাহর রাসূল! সে দুটি বিষয় কী ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- মানুষের রাস্তায় অথবা ছায়ার স্থানে ইস্তেনঞ্জা ( পেশাব-পায়খানা) করা। ( মুসলিম, আবু দাউদ )
0 মন্তব্যসমূহ