Header Ads Widget

Responsive Advertisement

দুটি অভিশপ্তের কারণ থেকে বেঁচে থাকো

 অভিশপ্তের দুটি কারণ থেকে বেঁচে থাকো 



عن أبي هريرة رضي الله تعالي عنه ان رسول الله صلي الله عليه وسلم قال اتقوا اللاعنين، قالوا : وما اللاعنان يارسول الله ؟ قال : الذي يتخلي في طرق الناس اوفي ظلهم অনুবাদ : হযরত আবু হুরায়রা রা: থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-দুটি অভিশপ্তের কারণ হওয়ার দুটি বিষয় থেকে বেঁচে থাকো। সাহাবারা জিজ্ঞেস করলেন- হে আল্লাহর রাসূল! সে দুটি বিষয় কী ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- মানুষের রাস্তায় অথবা ছায়ার স্থানে ইস্তেনঞ্জা ( পেশাব-পায়খানা) করা। ( মুসলিম, আবু দাউদ )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ