Header Ads Widget

Responsive Advertisement

সাহাবী ও আকাবীরে উম্মতের উপর যিনদীকদের মিথ্যাচার

 সাহাবী ও আকাবিরে উম্মতের উপর কাদিয়ানীদের মিথ্যাচার

আমাদের জানামতে মির্জা কাদিয়ানী এবং তাঁর অনুসারী লেখকরা উম্মতের একাধিক আকাবির-মণিষীর ব্যাপারে দাবী করেছে, তাঁরা হায়াতে মাসীহ ও নুযূলে মাসীহ অস্বীকার করতেন। তাঁদের মাঝে ইবনে আববাস রা., ইবনে তাইমিয়া রাহ. এবং শাহ ওয়ালিউল্লাহ রাহ.-ও রয়েছেন।  কাদিয়ানীদের এ-দাবি শতভাগ মিথ্যা এবং এটা তাদের নির্লজ্জ মিথ্যাচারের পরিষ্কার দলিল। এ বিষয়ে ইবনে আববাস রা., ইবনে তাইমিয়া রাহ. এবং শাহ ওয়ালি উল্লাহর রাহ. সুস্পষ্ট বক্তব্য বিভিন্ন কিতাবে উল্লেখ আছে। কাদিয়ানীরা আরও যাদের ব্যাপারে উপরোক্ত দাবী করেছে, সেগুলিও স্পষ্ট-নির্জলা মিথ্যা ছাড়া কিছুই নয়। ‘কাদিয়ানী চরিত্রের’ উপর যে সমস্ত আলেম বৃহৎ কলেবরের কিতাব লিখেছেন, তারা এ বিষয়গুলো প্রমাণ করে কাদিয়ানীদের স্বরূপ উন্মোচন করে দিয়েছেন। পাঠক ইচ্ছা করলে মাওলানা আব্দুল গণী লিখিত ‘হেদায়াতুল মুমতারী’ নামক মাত্র একটি কিতাবই মুতালাআ করে দেখতে পারেন।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ